গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন। সংগঠনের জন্মলগ্ন থেকেই এ দলের নেতৃবৃন্দ সবোর্চ্চ ত্যাগ করে এসেছেন। তাদের জীবনের সর্বোস্ব বিলিয়ে দিয়ে দলের সাথে কাজ করে গেছেন। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি ভোগের রাজনীতি নয়, আওয়ামী লীগ হচ্ছে ত্যাগের রাজনীতি। আমরা তাদেরকে দল থেকে সরিয়ে দেব যারা দলের সাথে বেইমানি করবে বা বিগত দিনে করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকতে হলে ত্যাগী হতে হবে।
আজ মঙ্গলবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এম’পি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম মডেল। তিনি বাংলাদেশের জনগনকে বিনামূল্যে করোনা টিকা প্রদান করছেন। আওয়ামী লীগ সরকার দেশ সুন্দর ভাবে, পরিকল্পনা মাফিক পরিচালনা করে যাচ্ছে। স্কুল, কলেজ, রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট, মসজিদ মাদ্রাসা মন্দিরের উন্নয়ন করে যাচ্ছে। দেশের মানুষের আয় বৃদ্ধিসহ দেশ উন্নত হচ্ছে।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ আতিকুর রহমান মিয়া।
Leave a Reply