গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে কাঁচামাল ব্যবসায়ী মঙ্গল সরদার হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে বনগ্রাম এলাকাবাসী। শুক্রবার (১৫-১-২১) সকালে উপজেলার জলিরপাড় বাজারে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে নিহতের স্বজনরাসহ এলাকার ৩ শতাধিক নারী-পুৃরুষ অংশগ্রহন করে।
মানববন্ধন চলাকালে ননীক্ষীর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শেখ হারুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ননীক্ষীর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিনা, সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য শেখ রনি আহম্মেদ, জলিরপাড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিপ্লব মজুমদার, নিহতের স্ত্রী উর্মিলা সরদার প্রমুখ। এসময় নিহত মঙ্গল সরদারের মেয়েরা ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন এবং পিতৃ হত্যাকারিদের বিচারের দাবী জানান। শেষে এক বিশাল ঝাড়– মিছিল নিয়ে জলিরপাড় বাজার প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
উল্লেখ্য, গত ১২ই সেপ্টেম্বর মুকসুদপুর উপজেলার দক্ষিন জলিড়পাড়ের কমোদ বাগচির ধান ক্ষেতের নিকট থেকে হাত- পা বাধা অবস্থায় মঙ্গল সরদারের লাশ উদ্ধার করে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর ভাতিজা দুলাল সরদার বাদী হয়ে মুকসুদপুর থানায় মামলা করে।
Leave a Reply