সন্ধান২৪ ডেস্ক: অদত কম সময়েরমধ্যেই ক্রিকেট জগতে সুনাম অর্জন করেছে আফগানিস্তান ক্রিকেট দল।টি-টোয়েন্টি লিগগুলোতে যে কোনো দলের সেরা পছন্দ এখন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। মোহাম্মদ নবী,হজরতউল্লাহ জাজাই, মুজিব উর রহমান,মোহাম্মদ শাহজাদরাও টি-টোয়েন্টিতে ভাল সুনাম অর্জন করেছেন ।
আফগানিস্তানের ক্রিকেট দলটি বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে বলে বিশ্বাস করেন রশিদ খান অধিনায়ক রশিদ খান
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন । ২০১৬ সালে আফগানিস্তানের কাছে চ্যাম্পিয়ন হওয়া এই দলটি গ্রুপপর্বে হেরেছিল ।আফগানিস্তান গত বছরক্যারিবীয়দের টি-টোয়েন্টি সিরিজ পরাজিত করে বুঝিয়ে দিয়েছেন,তারা ক্রিকেট জগতে কতটা গুরুত্বপূর্ণ ।
আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান জানান, আগে দেশটির স্বপ্ন ছিল টেস্ট মর্যাদা পাওয়া যা পাওয়া হয়ে গেছে। এখন স্বপ্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ।
তিনি আরো বলেন, বর্তমানে আমাদের দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার আশায় আছে । যেহেতু আমাদের সেই সামর্থ্য, সেহেতু প্রতিভাও রয়েছে । এখন আমরা পারব এই বিশ্বাসটা অর্জন করতে হবে ।
উল্লেখ্য,২০২১ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসরটি বসবে ।২০২২ সালে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলা হবে।
Leave a Reply