ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে লক্ষীরহাট উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে লক্ষীরহাট বাজার সমিতির আয়োজনে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।
বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনি দেবনাথ, সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, লক্ষীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক দিলিপ কুমার, ঠাকুরগাঁও জেলা ফুটবল হেড কোচ খায়রুল আলম, ঢাকা মোহামেডাম কাবের খেলোয়ার আমিনুল ইসলাম, বড়গাঁও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জাহিরুল ইসলাম হেলাল, লক্ষীরহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ সহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন,সরকার খেলাধুলার প্রসারে আন্তরিকভাবে চেষ্টা করছে। এই খেলাধুলার মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা এবং যুব সমাজকে মাদকসহ বিপথগামী হওয়া থেকে রক্ষা করা সম্ভব। আর এর মাধ্যমে আমরা দেশকেও এগিয়ে নিয়ে যাবো।
তিনি আরো বলেন, খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়। শুধু তাই নয়,খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকলে সকল অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকা যায়। তাই খেলাধুলার বিকল্প নেই।
উল্লেখ্য : প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিত ও অবিবাহিত মধ্যেকার খেলায় ট্রাইফিকারে মাধ্যমে ১-২ গোলে অবিবাহিতরা জয়লাভ করে।
Leave a Reply