ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে দু:স্থ ও অসহায় ৫শ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বুরো বাংলাদেশ নামের একটি বেসরকারী সংস্থা।
মঙ্গলবার সকালে ওই সংস্থাটির আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম,সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম,বুরো বাংলাদেশ আঞ্চলিক ব্যবস্থাপক আওলাদ হোসেন,ঠাকুরগাঁও অঞ্চল এলাকা ব্যবস্থাপক হাসান মাহাফুজ সহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তবৃন্দরা।
Leave a Reply