স্টাফ করেসপন্ডেন্ট: ফরিদপুর যুবলীগের কমিটি নতুন বছরেই প্রথমেই হবে। যুবলীগ হবে সন্ত্রাস ও দুর্নীতিবাজ মুক্ত । বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবে যুবলীগ ।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার মমিনখার হাট এলাকায় জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলার (ভোলা মাস্টার) মায়ের কুলখানীতে অংশ নেয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ফরিদপুরের জনগণকে দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, চাদাবাজ এবং এদের যারা নেতৃত্ব দিছে যেসব দানবরা তাদের থেকে মুক্তি করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি ।ফরিদপুরের মাটিতে আর কোনো দুর্নীতিবাজ রাঘব বোয়াল তৈরি হতে দেয়া হবে না। দুর্নীতি ও সন্ত্রাসের রাজনীতির সাথে জড়িত তাদের সকলকেই বিচারের মুখোমুখি হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা এমপি নিক্সন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মেথু, পৌরনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অমিতাভ বোস, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, চরভদ্রাসন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান কাউসার হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply