কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫ শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে । আজ শনিবার জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে উপজেলার বর্ষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পে এ সেবা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা মিনতে মনসুর (গাজী লিপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, ওসি শেখ লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, মাইকেল ওঝা, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসারগন চিকিৎসা সেবা প্রদান করেন।
Leave a Reply