মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: “মুজিব বর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না” মাননীয় প্রধান মন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ- ২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণের বিষয়ে প্রেস ব্রিফিং করেছে মুকসুদপুর উপজেলা প্রশাসন। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মুকসুদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এই প্রেসবিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংএ মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ প্রকল্প সর্ম্পর্কে বিস্তারিত তুলে ধরে জানান, মুকসুদপুরে ৫০ গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার । এসময় মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সহকারী কমিশনার (ভূমি) আসমত হোসেনসহ মুকসুদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন ।
এসময় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলার ১৬ ইউনিয়নের ৫০ টি গৃহহীন পরিবার ঘর পাবে। কিছু ইউনিয়নে কাজ শুরু হয়েছে। অচিরেই সকল সুবিধাভোগীদের মাঝে ঘর হস্তান্তর করা হবে।
Leave a Reply