পুলিশ সার্জেন্ট সুমন চন্দ্র সরকার জানান , মোটর সাইকেলে করে মোসাম্মৎ মীম তার স্বামী রহিম সেখের সাথে দুপুরে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে গোপালগঞ্জ জেলা সদর থেকে কাশিয়ানীর উদ্দেশে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস নিয়ন্ত্রন হারিয়ে মটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে ধাক্কা দেয়। এতে মীম মারাত্মক ও রহিম শেখ সামান্য আহত হয়। তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে মীম মারা যায়। আহত রহিম শেখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
Leave a Reply